আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় নিসর্গ: আঘাত হানবে ভারতে

আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নিসর্গ ক্রমশ শক্তি বাড়িয়ে এগিয়ে যাচ্ছে ভারতের মহারাষ্ট্র ও গুজরাট উপকূলের দিকে।

আগামী ১২ ঘণ্টায় এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে।

সোমবার (০১ জুন) ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) এ তথ্য জানিয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের উপ-মহাপরিচালক আনন্দ কুমার শর্মা জানিয়েছেন, গভীর নিম্নচাপটি গোয়ার পানজিম থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মুম্বাই থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং গুজরাটের সুরাট থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

৩ জুন অর্থাৎ আগামী বুধবার বিকেল বা সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড় নিসর্গ দক্ষিণ মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাট উপকূলে আঘাত হানবে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২ জুন (মঙ্গলবার) সকাল পর্যন্ত উত্তর দিকে এগোবে ঘূর্ণিঝড়টি। তারপর  উত্তর ও উত্তর-পূর্ব দিকে মোড় নিয়ে বুধবার বিকেল বা সন্ধ্যার দিকে উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটের উপকূলে হরিহরেশ্বর ও দমনের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। এ সময় ঝড়ের ঘূর্ণনের গতিবেগ হবে ঘণ্টায় ১০৫ থেকে ১১৫ কিলোমিটার। যা ঘণ্টায় সর্বোচ্চ ১২৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এর আগে গত ২০ মে (বুধবার) রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্ফান। এতে বহু মানুষ হতাহত হয়। জলোচ্ছ্বাসে প্লাবিত হয় বহু এলাকা। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি।  ঢাকা/শাহেদ