আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে

মহামারি করোনাভাইরাসে ভারতের মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে সোমবার একদিনে সেখানে আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৬১ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ হাজার ১৩ জন। মারা গেছে ৭৬ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৩৬২। খবর দ্য হিন্দুর।

মহারাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছে ৩৭ হাজার ৫৩৪ জন। সোমবার ৭৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাতে মোট সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে হয়েছে ৩০ হাজার ১০৮ জন। মহারাষ্ট্রে সুস্থ হয়ে ওঠার হার ৪৩ শতাংশ।

মুম্বাইতে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে (৪১ হাজার ৯৯ জন)। সোমবার আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১৩ জন। মারা গেছে ৪০ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩১৯ জন।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় দুই লাখ ( ১ লাখ ৯৮ হাজার ৩৭০)। মৃতের সংখ্যা ৫ হাজার ৬০৮। সেরে উঠেছে ৯৫ হাজার ৭৫৪ জন।

 

ঢাকা/আমিনুল