আন্তর্জাতিক

করোনা এখনও প্রাণঘাতী ভাইরাস বললেন বিশেষজ্ঞরা

দেশে ক্লিনিক্যালি নতুন করোনাভাইরাসের কোনো অস্তিত্ব নেই, এটি এখন শক্তি হারাচ্ছে এবং অনেক কম মারাত্মক- ইতালিয়ান চিকিৎসকের এই দাবির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বললেন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞরা। একে এখনও প্রাণঘাতী ভাইরাস বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইতালির লোম্বার্দিয়ার সান রাফায়েল হাসপাতালের আইসিইউ প্রধান অধ্যাপক আলবার্তো জানগ্রিয়ো রোববার বলেছিলেন, দুই তিন মাস আগের মতো বিপজ্জনক আর নেই করোনাভাইরাস। তার এ দাবির প্রতিক্রিয়া জানাতে বেশি সময় নেননি বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিশেষজ্ঞ মারিয়া ফন কারখোভ বলেছেন, ‘সংক্রমণের ক্ষেত্রে এটা পাল্টায়নি, এমনকি এর তীব্রতাও বদলে যায়নি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচিবিষয়ক প্রধান মাইকেল রায়ান বলেছেন, ‘আমাদের সাবধান থাকতে হবে, এটা এখনও প্রাণঘাতী ভাইরাস। আমাদের এমন ধারণা করা যাবে না যে ভাইরাসটি নিজের ইচ্ছায় কম বিপজ্জনক হয়ে উঠেছে। বিষয়টা এমন কিন্তু নয়।’

লন্ডন স্কুলের হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সংক্রামক ব্যাধি বিভাগের অধ্যাপক মার্টিন হিবার্ড বলেছেন, কোভিড-১৯ রোগের জন্য দায়ী সার্স-কোভ-২ এর বংশগতির পরিবর্তন নিয়ে বড় গবেষণায় এমন কিছু দেখা যায়নি যে এটা শক্তি হারাচ্ছে কিংবা কম মারাত্মক হয়ে উঠছে।

সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির ব্যক্তিগত চিকিৎস থাকায় বিশেষ খ্যাতি আছে জানগ্রিয়োর। তার এই দাবির পেছনে আরেক বিজ্ঞানী মাসিমো ক্লেমেন্তির সঙ্গে করা গবেষণার কথা বললেন, যা সামনের সপ্তাহে প্রকাশ হবে। রয়টার্সকে জানগ্রিয়ো বলেছেন, ‘আমরা কখনও বলিনি যে ভাইরাস পাল্টে গেছে, আমরা বলেছিলাম ভাইরাস ও পোষকের মিথষ্ক্রিয়ায় আমূল পরিবর্তন এসেছে।’

জনস হপকিন্স ‍বিশ্ববিদ্যালয়, ওয়েক ফরেস্ট ব্যাপটিস্ট মেডিক্যাল সেন্টার, জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ও নর্থওয়েল হেলথের বিশেষজ্ঞরাও মনে করেন না যে ভাইরাসের সংক্রমণের তীব্রতা পাল্টে গেছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইমার্জেন্সি ফিজিশিয়ান অ্যান্ড পাবলিক হেলথের অধ্যাপক লিনা ওয়েন বলেছেন, ‘ইতালিয়ান ডাক্তারের এমন দাবি বিপজ্জনক। কারণ কোনো প্রমাণের উপর ভিত্তি না করে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের তীব্রতা কমে গেছে এটা অপ্রমাণিত। এটা এখনও ভয়াবহ সংক্রামক রোগ, আমাদের সুরক্ষিত থাকতে হবে।’ ঢাকা/ফাহিম