আন্তর্জাতিক

পার্লামেন্টে অসুস্থ ব্রিটিশ বাণিজ্যমন্ত্রীর করোনা পরীক্ষা

পার্লামেন্টের হাউজ অব কমন্সে বক্তব্য দেওয়ার সময় অসুস্থবোধ করায় করোনা পরীক্ষা করালেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভুত বাণিজ্যমন্ত্রী অলক শর্মা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

বুধবার পার্লামেন্টে করপোরেট ইনসলভেন্সি অ্যান্ড গভর্নেন্স বিল নিয়ে বক্তব্য দেওয়ার সময় ৫২ বছর বয়সীকে প্রচণ্ড ঘামতে দেখা যায় এবং কিছুক্ষণ পরপরই হাতে থাকা রুমাল দিয়ে মুখ মুছছিলেন। তার একজন মুখপাত্র বলেছেন, বিল নিয়ে দ্বিতীয়বার বক্তব্য দেওয়ার সময় অসুস্থবোধ করতে থাকেন অলক। নির্দেশনা অনুযায়ী তার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছে এবং সেল্ফ আইসোলেশনে গেছেন তিনি।

ছায়া বাণিজ্যমন্ত্রী লেবার পার্টির এড মিলিব্যান্ডকে তার দিকে পানি ভর্তি গ্লাস এগিয়ে দিতে দেখা গেছে।

অলকের যদি করোনা ধরা পড়ে তাহলে তার দুই মিটারের মধ্যে ১৫ মিনিটের বেশিক্ষণ থাকা প্রত্যেককে সরকারি নির্দেশনা অনুযায়ী দুই সপ্তাহের আইসোলেশনে যেতে হবে।

 

ঢাকা/ফাহিম