আন্তর্জাতিক

হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারে ডব্লিউএইচওর নিষেধাজ্ঞা প্রত্যাহার

করোনাভাইরাসের সম্ভাব্য চিকিৎসায় ম্যালেরিয়া রোগের ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়ালের নিষেধাজ্ঞা তুলে নিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেট এক সমীক্ষায় এই ওষুধে করোনা রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ায় এমন দাবি করলে গত ২৫ মে সাময়িকভাবে এটি নিষিদ্ধ করে জাতিসংঘের সংস্থা।

হাইড্রোক্সিক্লোরোকুইন আসলেই ঝুঁকিপূর্ণ কিনা যাচাইয়ে ওই নিষেধাজ্ঞা জারি করেছিল ডব্লিউএইচও। তাদের বিশেষজ্ঞ দলের তথ্য পর্যবেক্ষণ শেষে প্রতিষ্ঠানটি এই ওষুধের ট্রায়াল বন্ধ রাখার কোনো কারণ খুঁজে পায়নি। তাই এটি ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিলো তারা।

ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসাস বলেছেন, ‘গত সপ্তাহে আমাদের নির্বাহী দল হাইড্রোক্সিক্লোরোকুইনের ট্রায়াল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল, কারণ এই ওষুধের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে তথ্য পর্যবেক্ষণ শেষে মৃত্যুহার বিশ্লেষণ করে তারা এই ট্রায়ালে কোনো পরিবর্তন আনার কারণ দেখতে পাননি। আবার এই ওষুধের ট্রায়াল শুরুর অনুমতি দিয়েছেন দলের সদস্যরা।

এ পর্যন্ত ৩৫টি দেশে সাড়ে তিন হাজারের বেশি রোগী এই ট্রায়ালে অংশ নিয়েছেন।

 

ঢাকা/ফাহিম