আন্তর্জাতিক

তাবলিগের আড়াই হাজার বিদেশি সদস্যের ভারত প্রবেশে নিষেধাজ্ঞা

তাবলিগ জামাতের দুই হাজার ৫৫০ জন বিদেশি সদস্যকে ১০ বছরের জন্য ভারতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ তথ্য জানিয়েছে।

গত ১৬ মার্চ দিল্লির নিজামউদ্দিনের মারকাজ মসজিদে তাবলিগ জামাতের ইজতেমায় যোগ দিয়েছিলেন এই বিদেশিরা।

ভারতীয় কর্তৃপক্ষের দাবি, করোনা প্রাদুর্ভাবের সময় সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইজতেমা শেষে মসজিদে অবস্থান করেছিল কয়েক হাজার বিদেশি। পরে ৮২০ জন বিদেশি ও কয়েকশ স্থানীয় জামাত নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে ধর্ম প্রচার করতে যায়। তাদের মাধ্যমে বিপুল সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়, যা দেশটির মোট আক্রান্তের ৫০ থেকে ৬০ শতাংশ।

মার্চের শেষ দিকে স্থানীয় কর্তৃপক্ষ নিজামউদ্দিন মারকাজ থেকে দুই হাজার ৩০০ জনকে বের করে নিয়ে আসে। এদের মধ্যে ৬২০ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে।

স্পুৎনিক জানিয়েছে, দুই হাজার ৫৫০ জন বিদেশিকে ১০ বছর ভারতে প্রবেশে কোনো ধরনের ভিসা দেওয়া হবে না। তাদের ওপর পুরোপুরি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত এপ্রিলে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ভিসার শর্ত লঙ্ঘন করায় তাবলিগের ৯৬০ বিদেশি সদস্যকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এরা পর্যটন ভিসায় ভারতে প্রবেশ করে ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিল। ঢাকা/শাহেদ