আন্তর্জাতিক

যুক্তরাজ্যে গণপরিবহনে মাস্ক পরিধান বাধ্যতামূলক হচ্ছে

১৫ জুন থেকে যুক্তরাজ্যে গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে মাস্ক পরিধান। অর্থাৎ মাস্ক পরা ছাড়া কেউ গণপরিবহনে উঠতে পারবে না। যদি কেউ মাস্ক না পরে তাহলে তাকে নিতে বাধ্য থাকবে না গণপরিবহন। বৃহস্পতিবার ( ৪ জুন) এমনটাই ঘোষণা দিয়েছেন ব্রিটিশ পরিবহন মন্ত্রী গ্রান্ট শাপস। খবর বিবিসি ও টেলিগ্রাফের।

এ সংক্রান্ত নতুন নিয়ম ও আইন করতে যাচ্ছে যুক্তরাজ্য। মাস্ক পরিধান না করার ক্ষেত্রে জরিমানার বিধানও রাখা হতে পারে। সেক্ষেত্রে গণপরিবহনে কেউ মাস্ক না পরলে পুলিশ তাকে মাস্ক পরতে বাধ্য করতে পারবে কিংবা জরিমানা করতে পারবে।

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে শাপস বলেন, ‘এটা গণপরিবহনে চলাচল করার শর্ত। আপনি যদি মাস্ক পরা না থাকেন তাহলে গণপরিবহনে উঠতে পারবেন না। সামনে এটা আরো কঠোর হবে। জরিমানার বিধানও রাখা হবে। আমি আশা করবো আমরা তেমন পরিস্থিতি তৈরি করবো না।’

মন্ত্রী জোর দিয়ে বলেছেন যাত্রীদের সামর্থ না থাকলে সার্জিক্যাল মাস্ক পরার প্রয়োজন নেই। এক্ষেত্রে ঘরে তৈরি করা মাস্কও পরতে পারেন।

করোনাভাইরাসে যুক্তরাজ্যে এ পর্যন্ত ২ লাখ ৮১ হাজার ৬৬১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩৯ হাজার ৯০৪ জন।

 

ঢাকা/আমিনুল