আন্তর্জাতিক

‘করোনা মহামারি চলবে’

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনিস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ড. অ্যান্থনি ফাউসি বলেছেন, করোনা মহামারি শেষ হয়নি, এটি চলবে।

মঙ্গলবার হোয়াইট হাউজের এই উপদেষ্টা  বলেছেন, ‘চার মাসে এটি পৃথিবীকে ছাপিয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।’

করোনা সংকট নিজের জীবনের সবচেয়ে বাজে দুঃস্বপ্ন উল্লেখ করে ড. ফাউসি জানান, যত দ্রুত এটি সংক্রমণ ঘটিয়েছে তা অপ্রত্যাশিত ছিল। এটি পুরো গ্রহকে দখল করে ফেলেছে। এটি এখনও শেষ হয়নি। রোগীর ওপর কোভিড-১৯ এর সংক্রমণের দীর্ঘমেয়াদি নেতিবাচক কী প্রতিক্রিয়া ঘটে সেই সম্পর্কে এখনও অনেক কিছু জানা বাকী।

তিনি বলেন, ‘আমরা পুরোপুরি বা আংশিক সেরে ওঠার মাত্রা এবং সংক্রমণের দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রতিক্রিয়াগুলো কী কী জানি না। তাই আমাদের অনেক কিছু উপলব্ধি করার আছে।’

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ ১২ হাজার এবং বিশ্বব্যাপী প্রায় ৪ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ৭০ লাখের বেশি মানুষ। ঢাকা/শাহেদ