আন্তর্জাতিক

পাকিস্তানে ১,৩০০ করোনা হটস্পট অবরুদ্ধ

করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় প্রায় ১ হাজার ৩০০ ‍হটস্পট চিহ্নিতের পর অবরুদ্ধ করা হয়েছে। কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

শনিবার রেকর্ড ৬ হাজার ৪৭২ জনের করোনা শনাক্তের পর এক হাজারের বেশি এলাকা বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তানে এখন পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৪০৫ জন আক্রান্ত, তাদের মধ্যে ২ হাজার ৫৫১ জন মারা গেছেন।

২২ কোটি মানুষের দেশে মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়। তবে অর্থনীতি বাঁচাতে করোনা বিধিনিষেধ শিথিলের পর থেকে সংক্রমণের ঢেউ ওঠে। লকডাউন না তুলতে বিশেষজ্ঞদের পরামর্শে কান দেননি প্রধানমন্ত্রী ইমরান খান।

তবে সংক্রমণ ফের বাড়তে থাকায় ‘স্মার্ট লকডাউন’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী সম্প্রতি যেসব এলাকায় শনাক্তের হার বাড়ছে, সেখানকার দোকানপাট ও বাজার বন্ধ থাকবে এবং বাসিন্দাদের ঘরে থাকতে বাধ্য করা হবে। রাজধানী ইসলামাবাদের বেশ কয়েকটি আবাসিক এলাকা সিলগালা করা হয়েছে।

 

ঢাকা/ফাহিম