আন্তর্জাতিক

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত প্রায় ১২ হাজার

আগের দিনের চেয়ে মৃত্যু কমলেও ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। টানা দ্বিতীয় দিন একদিনে ১১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৯২৯ জনের পজিটিভের খবর জানিয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ৯ হাজার।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ২০ হাজার ৯২২ জন। প্রায় ১২ হাজার আক্রান্তের দিনে করোনায় মারা গেছেন ৩১১ জন, আগের দিন যা ছিল ৩৯৬ জন। সরকারি হিসাবে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ হাজার ১৯৫ জনের।

এই সময়ে ৮ হাজার ৪৯ জন সুস্থ হয়েছেন, মোট ১ লাখ ৬২ হাজার ৩৭৯ জন। বর্তমান সক্রিয় রোগী ১ লাখ ৪৯ হাজার ৩৪৮ জন।

এক সপ্তাহে ৭০ হাজারের বেশি নতুন রোগী পাওয়া গেছে এবং মারা গেছেন ২ হাজারের বেশি। মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাটে পরিস্থিতি ভয়াবহ। এক লাখের বেশি রোগী নিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রে একদিনে নতুন করে ৩ হাজার ৪৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন ১২৭ জনের মৃত্যুতে এই অঙ্গরাজ্যে মোট ৩ হাজার ৭১৭ জনের প্রাণহানি হলো।

 

ঢাকা/ফাহিম