আন্তর্জাতিক

ইতালিতে ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু

ইতালিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ১৭৪ জন আক্রান্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ২২ জন আক্রান্ত। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

করোনার সংক্রমণ কমে আসতে থাকায় মে মাসের মাঝামাঝি সময়ে লকডাউন শিথিল করে ইতালি। গত ৩ জুন থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে দেশটির উত্তরাঞ্চলে নতুন করে ভাইরাসের সংক্রমণ ঘটছে। অবশ্য দেশের দক্ষিণাঞ্চলে সংক্রমণ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। উত্তরের লোম্বার্ডিতে রোববার নতুন করে ৯৭ জন আক্রান্ত হয়েছে।

ইতালিতে এ পর্যন্ত ২ লাখ ৪০ হাজার ৩১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৩৪ হাজার ৭৩৮ জন। ঢাকা/শাহেদ