আন্তর্জাতিক

ভারতে একদিনে প্রথম ২২ হাজারের বেশি আক্রান্ত

ভারতের কোভিড-১৯ রোগী ৬ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে, একদিনে আক্রান্ত ২২ হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানায়।

বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৯০৩ জন। শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় তা এক লাফে হয়ে গেলো ২২ হাজার ৭৭১ জন। আজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রথম একদিনে করোনা শনাক্ত ২২ হাজার পেরিয়ে গেছে। মোট আক্রান্ত ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জন। একই সময়ে আরও ৪৪২ জনের মৃত্যুতে তা বেড়ে হয়েছে ১৮ হাজার ৬৫৫ জন।

একদিনে সুস্থ হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ, মোট ৩ লাখ ৯৪ হাজার ২২৭ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৬০.৮০ শতাংশ। এখনও সক্রিয় করোনা রোগী ২ লাখ ৩৫ হাজার ৪৩৩ জন।

মহারাষ্ট্রের রেকর্ড ৬ হাজার ৩৬৪ জন আক্রান্ত হয়েছেন শুক্রবার, মোট ১ লাখ ৯২ হাজার ৯৯০ জন। নতুন করে ১৯৮ জনের মৃত্যুতে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৬ জনে। গতকাল আক্রান্তের সংখ্যা এক লাখ অতিক্রম করেছে তামিলনাড়ুতে। একদিনে ৪ হাজার ৩২৯ জনের পজিটিভ হয়েছে এই রাজ্যে, মোট মৃত্যু ১ হাজার ৩৮৫ জন।

প্রতিবেশী রাজ্য কর্নাটকে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৬৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে, মোট ১৯ হাজার ৭১০ জন। মৃত্যু হয়েছে ২১ জনের। রাজ্যে একদিনে রেকর্ড ১ হাজার ৫০২ জনের করোনা হয়েছিল গত বৃহস্পতিবার।

গত সপ্তাহে দৈনিক আক্রান্তের রেকর্ড গড়া দিল্লিতে কোভিড রোগীর সংখ্যা ৯৪ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত রাজধানীতে মৃত্যু ২ হাজার ৯২৩ জন।

 

ঢাকা/ফাহিম