আন্তর্জাতিক

জাপানে বন্যা, মৃত ১৪

জাপানে দক্ষিণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ইতোমধ্যে বন্যায় ১৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণের দ্বীপ কাইউশুতে প্রবল বৃষ্টির কারণে এই বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে বলে শনিবার জানিয়েছে বিবিসি।

কাইউশুর কয়েক লাখ বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। দ্বীপের কুমামতো প্রিফেকচারে কুমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে দুকূল প্লাবিত করেছে। প্রবল বৃষ্টিপাতের কারণে সবচেয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোগোশিমা প্রিফেকচারেও।

উদ্ধার তৎপরতার জন্য প্রধানমন্ত্রী শিনজো আবে ১০ হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। রোববার পর্যন্ত প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। স্থানীয়দের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

কুমামতোর গভর্নর ইকুও কাবাশিমা সাংবাদিকদের জানিয়েছেন, নার্সিং হোমে থাকা কয়েক জন মারা গেছেন।

টিসুনাগি শহরে ভূমিধ্বসে মারা গেছেন দুজন। অবশ্য এ ব্যাপারে এখনও সরকারি ঘোষণা আসেনি।

প্রধানমন্ত্রী আবে জানিয়েছেন, বেশ কয়েক জন ভূমিধসে মারা গেছেন বলে তথ্য পাওয়া গেছে।

জাপানি টেলিভিশন চ্যানেলে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, কুমা নদীর ওপর থাকা একটি সেতু ডুবে গেছে। অন্যান্য ছবিতে দেখা গেছে, ওই এলাকার বাড়ি ও সড়কে থাকা গাড়ি বন্যার পানিতে ডুবে গেছে।

 

ঢাকা/শাহেদ