আন্তর্জাতিক

করোনা রোগী শূন্য বেইজিং

জুনে বেইজিংয়ে নতুন করে করোনা সংক্রমণের পর মঙ্গলবার প্রথমবারের মতো কোভিড-১৯ রোগী না পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রাজধানীর স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।

জুনের প্রথম দিকে বেইজিংয়ের সবচেয়ে বড় পাইকারি বাজার শিনফাদি থেকে করোনার দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়। এই ক্লাস্টার থেকে এ পর্যন্ত ৩৩৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

বেইজিংয়ের স্বাস্থ্য কমিশন মঙ্গলবার জানিয়েছে, সোমবার মাত্র এক জন উসর্গবিহীন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। চীন অবশ্য এই লক্ষণবিহীন আক্রান্তদের নিশ্চিত করোনা আক্রান্তের তালিকায় অন্তর্ভূক্ত করে না।

বেইজিংয়ের প্রশাসন জানিয়েছে, ১১ জুন থেকে এ পর্যন্ত এক কোটি ১০ লাখ মানুষের কোভিড-১৯ শনাক্ত পরীক্ষা হয়েছে। রাজধানীর জনসংখ্যার প্রায় অর্ধেক এই সংখ্যা।

তীব্র গরমের মধ্যে দীর্ঘসময় দাঁড়িয়ে রাজধানীজুড়ে স্থাপিত কেন্দ্রগুলোতে করোনার পরীক্ষা করিয়েছেন বাসিন্দারা। প্রতিদিন এসব কেন্দ্রে এক লাখের বেশি নমুনা সংগ্রহ করা হতো।

   

ঢাকা/শাহেদ