আন্তর্জাতিক

উত্তর মেসিডোনিয়ায় ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশি অভিবাসী উদ্ধার

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশিসহ ২১১ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৬৩ শিশুও রয়েছে।

সোমবার মধ্যরাতে গেভজেলিজা শহরের কাছে সীমান্তে দায়িত্বরত পুলিশ সদস্যরা ট্রাকটি থামালে তার মধ‌্যে ২১১ জন অভিবাসীকে দেখতে পান। তাদের মধ্যে ৬৭ জন পাকিস্তানি।

উত্তর মেসিডোনিয়ার পুলিশ জানিয়েছে, তারা দেশটির দক্ষিণ গ্রিস সীমান্তে সড়কে টহলের সময় ট্রাক তল্লাশি করে অভিবাসীদের সন্ধান পায়।

উদ্ধার হওয়া অভিবাসীদের গেভজেলিজার একটি ট্রানজিট শেল্টারে রাখা হয়েছে। ২৭ বছর বয়সী ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মেসিডোনিয়ার নাগরিক।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি বছরের শুরুর দিকে গ্রিস সীমান্ত বন্ধ করে উত্তর মেসিডোনিয়া। কিন্তু মানবপাচারকারীরা সেখানে এখনো তৎপর। তারা তুরস্ক থেকে গ্রিস হয়ে ইউরোপের বিভিন্ন দেশে মানুষদের পাচার করে।

তথ‌্যসূত্র : আল জাজিরা

   

ঢ‌াকা/রফিক