আন্তর্জাতিক

ইন্টারনেট আসক্তি কাটাতে নিঃসঙ্গবাস

ইন্টারনেট আসক্তি কাটাতে শিশুদের ১০ দিনের জন্য আইসোলেশন সেন্টারে রাখার দায়ে চীনে চার জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সিএনএন এ তথ্য জানানো হয়েছে।

সরকারের কঠোর নিয়ন্ত্রণ সত্বেও চীনে ৮৫ কোটি মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে। এদের মধ্যে ২০ কোটির বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে। ২০০৮ সালে সরকার ইন্টারনেট আসক্তিকে মানসিক রোগ হিসেবে ঘোষণা দেয়। শিশুদের মধ্যে ক্রমবর্ধমান ইন্টারনেট আসক্তি কাটাতে চীনে কয়েকশ আটক কেন্দ্র বা শিবির চালু রয়েছে। তবে এই কেন্দ্রগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোতে নির্যাতন-নিপীড়নের অভিযোগ আসতে শুরু করে। ২০১৪ সালে হেনান প্রদেশের ঝেংঝু শহরের একটি কেন্দ্রে ১৯ বছরের এক তরুণীকে মারধর করা হয়। এতে তার মৃত্যু হয়। এছাড়া এই কেন্দ্রগুলোর বিরুদ্ধে ইলেকট্রিক থেরাপি দেওয়ার অভিযোগও রয়েছে।

সিএনএন জানিয়েছে, মঙ্গলবার জিয়াংঝি প্রদেশের ইয়ুঝাং অ্যাকাডেমিতে ইন্টারনেট আসক্তি কাটাতে ১২ শিশুকে ১০ দিনের জন্য নিঃসঙ্গবাসে রাখা হয়। এই অভিযোগে চার জনকে কারাদণ্ড দেওয়া হয়।

 

ঢাকা/শাহেদ