আন্তর্জাতিক

‘পাপুল কুয়েতের নাগরিকত্ব পাননি’

অর্থ ও মানবপাচার, ঘুষ লেনদেন এবং ভিসা বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিকত্ব পাননি। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়,  এমপি পাপুল কুয়েতের নাগরিকত্ব নিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে কথা ছড়াচ্ছে তা সঠিক নয়।

উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ বিবৃতিতে বলেছেন, ‘এটা গুরুত্বপূর্ণ ইস্যু যে তার দুর্নীতি ব্যাপক এবং তিনি এখন পাবলিক প্রসিকিউশনের হেফাজতে রয়েছেন।’

গত ৬ জুন কুয়েতে গ্রেপ্তার হন পাপুল। তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি ঘুষ লেনদেনে কুয়েতের কয়েক জন কর্মকর্তার নাম প্রকাশ করেছেন। আরও তদন্তের জন্য তাকে ২১ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার সংসদ সদস্য হারুনুর রশিদের এক প্রশ্নের জবাবে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, কুয়েতের নাগরিকত্ব নিয়ে থাকলে লক্ষ্মীপুর-২ আসনের এই সংসদ সদস্যদের পদ বাতিল হয়ে যাবে। ঢাকা/শাহেদ