আন্তর্জাতিক

নেপালে ভূমিধসে নিহত ১০

নেপালে ভূমিধসে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছে আরও ১৫ জন। শুক্রবার কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কাস্কি ও লামজং জেলায় একাধিক ভূমিধসে অন্ততপক্ষে ১০ জন মারা গেছে। এদের মধ্যে কাস্কি জেলার বিভিন্ন অংশে টানা বৃষ্টির জেরে তিনটি পৃথক ভূমিধসে সাতজন প্রাণ হারিয়েছেন।

পুলিশের ডিএসপি সুবাস হামাল জানান, রাত আড়াইটার দিকে পোখড়ার সরংকোট গোথাদির একটি বাড়ি ভূমিধসে পড়ে যাওয়ায় তিন শিশুসহ মোট পাঁচ জনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, একই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়। যখন ভূমিধসের ঘটনা ঘটে তখন তারা জন্মদিন উপলক্ষে একটি বাড়িতে জড়ো হয়েছিলেন।

এদিকে, পোখারায় পৃথক ভূমিধসে নিহত হয়েছে আরও তিন জন। কালিমাটি ও ফুসারে ভয়াবহ ভূমিধসের জেরে সিদ্ধার্থ হাইওয়ে বন্ধ হয়ে গেছে। ঢাকা/শাহেদ