আন্তর্জাতিক

করোনা অন্য রোগের বিরুদ্ধে লড়াইয়ে বাধা: বিল গেটস

কোভিড-১৯ মহামারি বৈশ্বিক স্বাস্থ্যসেবা সরবরাহ শৃঙ্খলে বাধা সৃষ্টি করতে শুরু করেছে বলে সতর্ক করেছেন বিল গেটস। তার মতে, এইডসহ অন্য সব রোগের বিরুদ্ধে লড়াই কমিয়ে দিয়েছে এই মহামারি।

শনিবার আন্তর্জাতিক এইডস সম্মেলনের বক্তব্যে গেটস বলেন, জাতিসংঘ ও বৈশ্বিক ফান্ডের অনুমান অনুযায়ী কেবল সাব-সাহারান আফ্রিকাতে হাজার হাজার লোকের চিকিৎসায় বাধা তৈরি করছে এই মহামারি।

গবেষকরা আক্রান্তদের চিহ্নিত করতে সহায়তার পাশাপাশি উন্নত ডায়গনস্টিক সরঞ্জাম এবং টিকার অগ্রগতির কারণে আশাবাদী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, ‘আমরা কোভিড-১৯ কে পরাস্ত করবো এবং এইচআইভি-এইডসের বাধাও পেরিয়ে যাবো।’

এই সমাজসেবক আরও সতর্ক করে বলেছেন, যদি ওষুধ ও টিকা সর্বোচ্চ দরদাতার কাছে পৌঁছায় তাহলে প্রাণঘাতী এই মহামারি আরও দীর্ঘস্থায়ী হবে। যেসব দেশ ও মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে ওষুধ ও টিকা পৌঁছে দেওয়ার আহ্বান করেছেন গেটস। তিনি বলেছেন, ‘বাজারনির্ভর বিষয়গুলো নয়, সমতার ভিত্তিতে বণ্টনের কঠিন সিদ্ধান্তগুলো নিতে হবে আমাদের বিশ্ব নেতাদের।’

 

ঢাকা/ফাহিম