আন্তর্জাতিক

ভারতে সংক্রমণের রেকর্ড ভেঙেই চলেছে

লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। একদিনে রেকর্ডসংখ্যক ২৮ হাজার ৬৩৭ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি মিলেছে। মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন।

একই সময়ে আরও ৫৫১ জনের মৃত্যু হয়েছে করোনার কারণে। তাতে ভারতে মোট প্রাণহানি বেড়ে ২২ হাজার ৬৭৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৩৫ করোনা রোগী, মোট ৫ লাখ ৩৪ হাজার ৬২১ জন। বর্তমানে ২ লাখ ৯২ হাজার ২৫৮ জন রোগী সক্রিয়।

ভারতে সবচেয়ে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্র রাজ্যে, ৮ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। ২ লাখ ৪৬ হাজার ৬০০ জনের করোনা পজিটিভ হয়েছে। ২২৩ জনের মৃত্যুতে রাজ্যটিতে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যায় তাদের পরে আছে তামিলনাড়ু ও দিল্লি। শুক্রবার ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮ লাখ অতিক্রম করে।

 

ঢাকা/ফাহিম