আন্তর্জাতিক

করোনায় হংকং বইমেলা স্থগিত

স্থানীয়ভাবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় স্থগিত করা হয়েছে হংকং বইমেলা। প্রদর্শনী শুরু হওয়ার দুই দিন আগে সোমবার আয়োজকরা একথা জানায়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতি বছর হংকং বইমেলায় ১০ লাখ মানুষের সমাগম হয় জানিয়ে হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল বলেছে, মেলাটি পরে আয়োজন করা হবে। তবে দিনক্ষণ এখনও ঠিক করেনি। জুলাই মাসে নির্ধারিত আরও তিনটি মেলা ও প্রদর্শনী স্থগিত করা হয়েছে।

সম্প্রতি করোনাভাইরাসের তৃতীয় দফায় সংক্রমণের ব্যাপারে সতর্ক করেছে হংকং কর্তৃপক্ষ। সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত শহরটিতে ১ হাজার ৪৭০ জনের করোনা ধরা পড়েছে এবং ৭ জন মারা গেছেন। রোববার নতুন করে আরও ৩৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৩০ জন স্থানীয়ভাবে সংক্রমিত। ঢাকা/ফাহিম