আন্তর্জাতিক

বৃহস্পতিবার কাবায় পরানো হবে নতুন গিলাফ

কাবায় নতুন গিলাফ পরানো হচ্ছে বৃহস্পতিবার। প্রতি বছর ৯ জিলহজ নিয়ম মেনে এই গিলাফ পরানো হয়ে আসছে।

সৌদি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রতি বছর সূক্ষ্ম কারুকাজ শোভিত এই কালো গিলাফ বহন করে নিয়ে যান কাবার দ্বাররক্ষীরা। বৃহস্পতিবার ১৬০ জন দক্ষ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞ কারিগর ও প্রযুক্তিবিদ গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানোর কাজে অংশগ্রহণ করবেন। 

গিলাফে ব্যবহৃত হয় ৬৭০ কেজি আসল রেশমি সুতা। ১২০ কেজি স্বর্ণ ও ১০০ কেজি রুপা মাখানো সুতা দিয়ে এর মধ্যে কুরআনের আয়াত ও  কালিমা লেখা থাকে। ৪৭টি খণ্ডে থাকা এই গিলাফ পরে একসঙ্গে জুড়ে দেওয়া হয়। পুরো গিলাফের অংশগুলো বিভিন্ন দেশে উপহার হিসেবে পাঠানো হয়।

ঢাকা/শাহেদ