আন্তর্জাতিক

ইরাকে আগাম নির্বাচনের আহ্বান প্রধানমন্ত্রীর

ইরাকে আগাম নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাধিমি।

শুক্রবার (৩১ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী এক বার্তায় ঘোষণা দেন যে আগামী ৬ জুন, ২০২০ সাধারণ নির্বাচনের ডাক দেন। খবর রয়টার্সের।

যদিও ইরাকের সংসদকে অবশ্যই নির্বাচনের তারিখটি অনুমোদন করতে হবে।

এদিকে দেশটির সরকার বিরোধীদের অন্যতম দাবীর একটি হলো আগাম নির্বাচন। এ দাবীকে কেন্দ্র করে আন্দোলনকারীরা গতবছর মাসব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করে এবং কয়েকশত সন্দেহভাজন নিরাপত্তাকর্মী ও গানম্যানের হাতে প্রাণ হারায়।

এর আগে, ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদী গত বছরের ডিসেম্বরে বিক্ষোভের চাপে পদত্যাগ করতে বাধ্যহন।