আন্তর্জাতিক

আলাস্কায় ২ বিমানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

শুক্রবার (৩১ জুলাই) আলাস্কার অ্যাঙ্কোরেজের মধ্য আকাশে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুটি বিমানে থাকা মোট ৭ যাত্রীই মারা গেছেন। খবর রয়টার্সের।

কেনাই পেনিনসুলার সোলডোটনা বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত হওয়া ৭ জনের মধ্যে একজন স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিও ছিলেন। এক লিখিত বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে আলাস্কা স্টেট ট্রুপার্স। 

দুটি বিমানের একটি চালাচ্ছিলেন স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি গ্যারি নপ (৬৭)। অন্য বিমানটি সাউথ ক্যারোলিনা থেকে চারজন পর্যটককে নিয়ে আসছিল। পাইলটের পাশাপাশি তাদের সঙ্গে একজন গাইডও ছিলেন। মুখোমুখি সংঘর্ষের পর বিমান দুটি হাইওয়েতে আছড়ে পড়ে। সে কারণে ওই রাস্তা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।