আন্তর্জাতিক

অক্টোবর থেকে করোনার টিকাদান কর্মসূচি রাশিয়ার

অক্টোবর থেকে করোনাভাইরাসের টিকা দিতে জনসাধারণের মধ্যে প্রচারণা শুরু করবে রাশিয়া। ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ায় এবার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে শনিবার জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। 

মুরাশকো জানিয়েছেন, মস্কোয় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া ইনিস্টিটিউট করোনার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে এবং টিকার রেজিস্ট্রেশনের জন্য কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। 

চিকিৎসক ও শিক্ষকরা প্রথমে টিকা পাবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা অক্টোবরে ব্যাপক হারে টিকাদানের পরিকল্পনা করছি।’

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চলতি মাসে দেশের নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন নিশ্চিত করবে এবং এর পরপরই স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে এটি পরিচালিত হবে।

করোনা প্রতিরোধে বিশ্বে শতাধিক টিকার উন্নয়ন চলছে। এগুলোর মধ্যে অন্তত চারটি চূড়ান্ত ট্রায়ালে রয়েছে। এই টিকাগুলোর মধ্যে তিনটি চীনের ও একটি ব্রিটেনের।