আন্তর্জাতিক

করোনার বিধিনিষেধের বিরুদ্ধে জার্মানিতে বিক্ষোভ

করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের বিরুদ্ধে জার্মানির রাজধানী বার্লিনে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এই বিধিনিষেধ জনগণের অধিকার ও স্বাধীনতার লঙ্ঘন দাবি করে শনিবার তারা এ বিক্ষোভ করেছে।

পুলিশ জানিয়েছে, মিছিলে প্রায় ১৫ হাজার মানুষ যোগ দিয়েছিল। এদের মধ্যে উদারপন্থি ও সাংবিধানিক অনুগতরা ছিলেন। এছাড়া চরম ডানপন্থিদের একটি দলও ছিল যারা সাবেক জার্মান সাম্রাজ্যের পতাকা বহন করছিলেন।

রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা মিছিলে নেচে-গেয়ে স্লোগান দিয়েছে-‘আমরা স্বাধীন মানুষ!’ কারো কারো হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমরা শব্দ করছি কারণ তোমরা আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছ’ এবং ‘ভাবুন! মাস্ক পরবেন না’।

এক বিক্ষোভকারী বলেছেন, ‘আমাদের দাবি গণতন্ত্র ফিরিয়ে দাও। যে মাস্ক আমাদের দাস বানিয়েছে অবশ্য তাকে বিদায় করতে হবে।’

ইউরোপের বেশ কয়েকটি দেশের তুলনায় জার্মানিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কম। দেশটিতে দুই লাখের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে প্রায় এক হাজার মানুষ।