আন্তর্জাতিক

রাশিয়ার আরেকটি করোনার টিকা নভেম্বরে উৎপাদনে যাচ্ছে

করোনা প্রতিরোধে নভেম্বরে আরেকটি টিকার উৎপাদন শুরু করতে যাচ্ছে রাশিয়ার দ্য স্টেট রিসার্চ সেন্টার ফর ভাইরোলোজি অ্যান্ড বায়োটেকনোলোজি ভেক্টর প্লাস। সংস্থার মহাপরিচালক রিনাট মাকসিউতভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক রোববার এ তথ্য জানিয়েছে।

রুশ সম্প্রচারমাধ্যম রুশিয়া ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে রিনাট বলেন, ‘চলতি বছরের নভেম্বরে উৎপাদন শুরু করতে পারব বলে আমরা আশা করছি। তাই চলতি বছরের শেষ নাগাদ এবং আগামী  বছরের প্রথম দিকে আমার ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের টিকাদান এবং একেবারে কম থেকে ব্যাপক হারে উৎপাদনের বিষয়ে কথা বলতে পারব। 

এক দিন আগে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিছিলেন, সরকার প্রথম ধাপের উৎপাদন অক্টোবরে শুরুর ব্যাপারে আশাবাদী। রাশিয়ায় বিনামূল্যে টিকা দেওয়া হবে।

উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিলেন, রাশিয়ার দুটি টিকা ট্রায়াল শেষ করে এখন প্রায় চূড়ান্ত উৎপাদনের ধাপে রয়েছে। এর একটি হচ্ছে গামালিয়া রিসার্চ ইনিস্টিটিউ এবং অপরটি ভেক্টর প্লাসের।