আন্তর্জাতিক

ক্যামেরুনে গ্রেনেড হামলায় ১৩ জন নিহত

আফ্রিকার দেশ ক্যামেরুনের উত্তরাঞ্চলের একটি ক্যাম্পে গ্রেনেড হামলায় অন্তত ১৩ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) আক্রমণকারীরা নগুয়েচেউ নামে গ্রামের ওই ক্যাম্পে ঘুমন্ত মানুষের উপর এ আক্রমণ চালানো হয় বলে জানান জেলার মেয়র মেডজেওয়াই বাউকার। খবর আল জাজিরার।

গ্রামটি নাইজেরিয়ার উত্তর অঞ্চ‌লের সীমান্তের নিকটবর্তী মোজোগো জেলায় অবস্থিত।

তাৎক্ষনিকভাবে এ হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও স্থানীয় কর্মকর্তারা জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করেছেন।

বওউকার নামে এক স্থানীয় বলেন, ওই ক্যাম্পে প্রায় ৮০০ মানুষের বাস এবং এ হামলায় ১৫ জন মারা গেছেন।

সশস্ত্র আক্রমণকারীরা ২০০৯ সালে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সহিংসতা শুরু করেছিল এতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং প্রতিবেশী ক্যামেরুন, নাইজার এবং চাদে কয়েক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।