আন্তর্জাতিক

রাস্তায় ঘুমাতে বাধ্য হলেন ব্রিটিশ নারী

আগে থেকে না জানিয়ে ট্র্যাভেল এজেন্ট হোটেল বুকিং বাতিল করায় এক ব্রিটিশ নারীকে রাস্তায় ঘুমিয়ে রাত কাটাতে হয়েছে আমস্টার্ডামে।

ওই নারী অভিযোগ করেন, তিনি বাধ্য হয়ে পরপর দুইরাত রাস্তায় ঘুমিয়েছেন। খবর ডেইলি মেইলের।

২৬ বছর বয়সী জি হাডসন হোটেলে গেলে ক্লার্ক তাকে জানিয়ে দেয় যে তার ট্র্যাভেল এজেন্ট এক সপ্তাহ আগেই বুকিং বাতিল করে দিয়েছে। আর এতেই বিপাকে পড়েন এই নারী।

নিজের তিক্ত এই অভিজ্ঞতার কথা হাডসন তার ১৬,০০০ ফলোয়ারের সাথে সোশ্যাল সাইট টিকটকে শেয়ার করেন।

তিনি জানান, কোনো উপায় না পেয়ে পাতলা জাম্পার গায়ে তাকে এক আন্ডারপাসের নিচে আশ্রয় নিতে হয়েছে।

এর আগে হাডসন এবং তার সঙ্গি ‘লাভহলিডেস’ নামের সংস্থা থেকে ১, ৬০০ পাউন্ডের বিনিময়ে গত ফেব্রুয়ারিতে তাদের ফ্লাইট এবং থাকার ব্যবস্থা করেছিলেন।