আন্তর্জাতিক

২৪০  কিমি. দূরেও অনুভূত হয় লেবাননের বিস্ফোরণ

ভয়াবহ যে বিস্ফোরণে কেঁপে উঠেছে লেবাননের রাজধানী বৈরুত, তার তীব্রতা অনুভূত হয়েছে পার্শ্ববর্তী দ্বীপরাষ্ট্র সাইপ্রাসেও। দ্বীপরাষ্ট্রটি বৈরুত থেকে ২৪০ কিলোমিটার দূরে (১৫০ মাইল) অবস্থিত।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমসিএস) এক টুইটে বলা হয়েছে, সাইপ্রাস থেকে ওই বিস্ফোরণের আলামত অনেকে টের পেয়েছেন।

এছাড়া সাইপ্রাসের অনেক বাসিন্দাও বিস্ফোরণের বিষয়টি টের পাওয়ার কথা জানিয়েছেন টুইটে।

বিস্ফোরণের বিষয়টি নিয়ে লেবানন সরকারের সঙ্গে কথা বলছেন বলে জানিয়েছেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ক্রিস্টোডুলিডোস।

এদিকে বিস্ফোরণের ঘটনায় আহত অন্তত ৪শ জনকে হাসপাতালে আনা হয়েছে বলে এক নার্সের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম। ***ভয়াবহ বিস্ফোরণে প্রকম্পিত লেবাননের রাজধানী