আন্তর্জাতিক

‘রামজন্মভূমি মুক্ত হলো’

রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনটিকে ভারতের স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই তুলনা করেছেন।

মোদি বলেন, ‘বহু দিনের প্রতীক্ষা শেষ। এতোদিন তাবুতে মাথা গুঁজে ছিলেন রামলালা। এ বার তার জন্য সুবিশাল মন্দির নির্মিত হবে। বহু শতক ধরে যে ভাঙা-গড়ার খেলা চলে আসছে, আজ রামজন্মভূমি তা থেকে মুক্ত হল। সরযু নদীর তীরে সূচনা হল স্বর্ণযুগের।’

যে জমিটিতে রামমন্দির নির্মাণ করা হচ্ছে সেখানে থাকা ষোড়শ শতকের বাবরি মসজিদ ১৯৯২ সালে ভেঙে ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা। জমির মালিকানা নিয়ে কয়েক দশকের বিরোধ শেষে গত বছর ভারতের সুপ্রিম কোর্ট সেখানে রামমন্দির নির্মাণের অনুমতি দেয়। মসজিদ নির্মাণে মুসলমানদের অযোধ্যারই অন্য কোথাও জমি দিতে বলে আদালত।

বুধবার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ২৯ বছর পর অযোধ্যায় পা রাখেন নরেন্দ্র মোদি। 

এই দিনটিকে স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘সারা দেশ স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিল। মন্দিরের জন্যও অনেকে বলিদান দিয়েছে। এত দিনে তার অপেক্ষা শেষ হল। ১৫ অগস্ট যেমন স্বাধীনতার প্রতীক। আজকের দিনটি তেমনই ত্যাগ, সঙ্কল্প ও সংঘর্ষের প্রতীক।’