আন্তর্জাতিক

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে : ট্রাম্প

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বুধবার সাত লাখ ছাড়িয়েছে। আক্রান্ত ও মত- দুটির সংখ্যাই বেশি যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে।  প্রতি ২৪ ঘণ্টায় বিশ্বে গড়ে পাঁচ হাজার ৯০০ মানুষ কোভিড-১৯ এ মারা যাচ্ছে। অর্থাৎ প্রতি ১৫ সেকেন্ডে এক জন করে মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এরপরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে।

আক্সিওস নিউজ ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘তারা মারা যাচ্ছে এটা সত্য। যা হওয়ার তাই হচ্ছে। এর মানে এটা নয় যে, সাধ্যের মধ্যে আমরা সবকিছু করছি না। আপনি যতটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন এটা ততটুকু নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এটা ভয়াবহ প্লেগ।’

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সফলতা দাবি করে তিনি বলেন, ‘প্রথমত, আমরা অনেক ভালো কাজ করেছি।’

গভর্নররা অনেকেই এককভাবে প্রেসিডেন্টের ওপর দায়িত্ব চাপিয়ে না দিয়ে ব্যক্তিগতভাবে তারা পরিস্থিতি সামাল দিতে কাজ করেছেন বলে জানান ট্রাম্প। 

তিনি বলেন, ‘গভর্নররা এটা করেছেন। আমরা তাদের বিপুল সরঞ্জাম দিয়েছিলাম।’