আন্তর্জাতিক

‘বৈরুত কাঁদছে’

বন্দরের গুদামে রক্ষিত রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বৈরুতের বাসিন্দারা। অধিকাংশেরই অভিযোগ কর্তৃপক্ষের দুর্নীতি, অবহেলা আর অব্যবস্থাপনার কারণে এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বৈরুত বন্দরে রক্ষিত দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছে অন্তত ১৩৭ জন এবং আহত হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষ। বিস্ফোরণের প্রচণ্ডতায় নগরীর অর্ধেকই প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ধ্বংসাবশেষের নিচে অনেকে চাপা পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লেবাননের চলচ্চিত্র নির্মাতা জুডি চেহাব বলেন, ‘বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে, মানুষ হিস্ট্রিয়াগ্রস্ত হয়ে পড়েছে এবং মানুষ এখন ক্লান্ত।’ এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন বৈরুতের বাসিন্দা চাদিয়া এলমিওচি নাউন বলেন, ‘আমি সবসময় জেনে এসেছি আমাদের নেতৃত্বে অযোগ্য লোকজন, অযোগ্য সরকার। কিন্তু ওরা যেটা করেছে তা সম্পূর্ণ অপরাধ।’

বুধবার অবশ্য সরকার বন্দরের একাধিক কর্মকর্তাকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে। বিস্ফোরণের ঘটনার তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের গৃহবন্দি রাখা হবে।