আন্তর্জাতিক

কেরালায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু

ভারতের কেরালায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ইদুক্কি জেলায় এ ঘটনা ঘটেছে। 

এনডিটিভি অনলাইন জানিয়েছে, ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটন নগরী মুন্নার থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রাজামালি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ওই এলাকায় ৭০ থেকে ৮০ জন বাস করতো। মাটিতে কতজন চাপা পড়ে আছে তা এখনও জানা যায়নি।

তালুক  কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকাকে সংযুক্তকারী একটি সেতু গতকাল বানের তোড়ে ভেসে গেছে। এর ফলে ওই এলাকায় উদ্ধারকারীদের যাওয়া মুশকিল হয়ে পড়েছে।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়া জানিয়েছেন, ঘটনাস্থলে স্পেশাস টাস্কফোর্সের ৫০ জন সদস্যকে পাঠানো হয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য ভারতীয় বিমানবাহিনীর কাছ থেকে হেলিকপ্টার সহায়তা চাওয়া হয়েছে।