আন্তর্জাতিক

জাপানে একদিনে সর্বোচ্চ সংক্রমণ

করোনাভাইরাসে একদিনে আক্রান্তের সংখ্যায় জাপানে নতুন রেকর্ড হলো। শুক্রবার (৭ আগস্ট) আরও এক হাজার ৬০১ জন কোভিড রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

টানা চতুর্থ দিন জাপানে এক হাজারের বেশি করোনা রোগী পাওয়া গেলো। এখন পর্যন্ত কর্তৃপক্ষ ৪৬ হাজার ১৫১ জনের পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে এবং মারা গেছেন ১ হাজার ৬২ জন।

সবচেয়ে খারাপ পরিস্থিতি টোকিওতে। জাপানের রাজধানীতে শুক্রবার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন এবং ওসাকায় সর্বোচ্চ ২৫৫ জনের সংক্রমণ ধরা পড়েছে।

যেসব জেলায় সংক্রমণ ঊর্ধ্বগামী, সেখানকার বাসিন্দাদের গ্রীষ্মকালীন ছুটিতে কোথাও ভ্রমণে না যেতে বলা হয়েছে। 

প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বৃহস্পতিবার (৬ আগস্ট) বলেছিলেন, আক্রান্তের সংখ্যা বাড়লেও এখনই জরুরি অবস্থা ফিরিয়ে আনতে চান না। তবে পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে জানান তিনি।