আন্তর্জাতিক

চাপের মুখে লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের পর চাপের মুখে পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। গত ৪ আগস্ট দেশটির রাজধানী বৈরুত বন্দরের ওয়্যারহাউজে মজুদ করে রাখা অ্যামোনিয়া নাইট্রেট বিস্ফোরণে সোমবার (১০ আগস্ট) কমপক্ষে ১৬০ জনের প্রাণহানি ঘটেছে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হাসান হামাদ তার সরকারের পদত্যাগের বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী রয়টার্সকে বলেন, হাসান দিয়াবের নেতৃত্বাধীন সরকার পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুরো সরকারের পদত্যাগের ঘোষণা দেবেন।