আন্তর্জাতিক

চীনে হিমায়িত সামুদ্রিক খাবারে করোনাভাইরাস

আমদানি করা হিমায়িত সামুদ্রিক খাবারের মধ্যে করোনাভাইরাস খুঁজে পেয়েছে চীনা কর্তৃপক্ষ, যা বন্দরনগরী ডালিয়ান থেকে এসেছে। সম্প্রতি উত্তরপূর্বাঞ্চলের শহরটি নতুন গুচ্ছ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে।

শানডং প্রদেশের পূর্বাঞ্চলের বন্দরনগরী ইয়ানতাইয়ের তিনটি কোম্পানি ওই হিমায়িত সামুদ্রিক খাবার কিনেছিল।

ইয়ানতাই শহরের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সামুদ্রিক খাবারের ওই চালানটি আমদানি করে ডালিয়ানে রাখা হয়েছিল। তবে তা কোথায় থেকে এসেছিল জানায়নি কর্তৃপক্ষ।

গত জুলাইয়ে ইকুয়েডর থেকে আমদানি করা হিমায়িত চিংড়ির মধ্যে করোনাভাইরাস খুঁজে পেয়েছিলেন লিয়াওনিংয়ের অন্যতম প্রধান বন্দর ডালিয়ানের কাস্টমস কর্মকর্তারা। সঙ্গে সঙ্গে তিন ইকুয়েডরিয়ান চিংড়ি কর্তৃপক্ষের সঙ্গে লেনদেন বন্ধ করে দেয় চীন।

ধারণা করা হয়, গত বছর চীনা শহর উহানের একটি সামুদ্রিক খাবার ও বন্যপ্রাণীর বাজার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে।

সম্প্রতি চীনে নতুন করে সংক্রমণ শুরু হয়েছে ডালিয়ান শহরে। সেখানে একটি সামুদ্রিক খাবার প্রকিয়াজাতকরণ কোম্পানিতে প্রথম কোভিড রোগী শনাক্ত হয়। রোববার (৯ আগস্ট) পর্যন্ত ডালিয়ানে ৯২ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।