আন্তর্জাতিক

করোনা নিয়ে ভুল তথ্যে ৮০০ মানুষের মৃত্যু 

করোনাভাইরাস সংক্রান্ত ভুল তথ্যের কারনে চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্বে অন্তত ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম এবং চ্যাটিং অ্যাপগুলোর মাধ্যমে ছড়ানো ভুয়া তথ্যের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আরও পাঁচ হাজার ৮০০ জনকে। 

সোমবার দ্য আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, কোভিড-১৯ সম্পর্কে ভুল তথ্যের ছড়াছড়ি নিয়ে এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সতর্কবার্তা দিয়েছিল প্রতিবেদনটি যেন তারই প্রতিধ্বনি।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটেছে মিথানল এবং পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত অ্যালকোহল মেশানো তরল পানের মাধ্যমে। তাদের বিশ্বাস ছিল এগুলো পান করলে তারা করোনাভাইরাস থেকে সুস্থতা লাভ করবেন। অথচ এই তথ্য পুরোপুরি ভুল।

প্রতিবেদনের লেখকরা জানিয়েছেন, প্রচুর ভিটামিন গ্রহণ করার মতো মেডিকেল তথ্যসহ বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপিত  অনেক পরামর্শও‘সম্ভাব্য গুরুতর প্রভাব’ ফেলতে পারে। এই ভুল তথ্য মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থা, সরকার ও সামাজিকমাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তারা।