আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে লকডাউন ঘোষণা

নিউজিল্যান্ড দুদিন আগে করোনার সংক্রমণবিহীন ১০০ দিন পার করেছে। কিন্তু বুধবার (১২ আগস্ট) দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডে লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর আল জাজিরার।

বুধবার অকল্যান্ডের এক পরিবারের চারজন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কেউ-ই বিদেশ থেকে আসেননি কিংবা কোথাও ভ্রমণেও যাননি। অর্থাৎ স্থানীয়ভাবেই তারা আক্রান্ত হয়েছেন। সে কারণেই মূলত লকডাউন ঘোষণা করা হয়েছে। 

আগামী তিনদিন অকল্যান্ডের ১৬ লাখ বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে। জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কর্মকাণ্ডও করা হয়েছে নিষিদ্ধ। অকল্যান্ডসহ গোটা দেশেই সামাজিক দূরত্ব বজায় রাখার যে নির্দেশনা ছিল সেটা আবার দেওয়া হয়েছে। 

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হাতে গোণা যে দুই-তিনটি দেশ দারুণ সফল হয়েছে তার মধ্যে নিউজিল্যান্ড অন্যতম। নিউজিল্যান্ডে এ পর্যন্ত ১ হাজার ৫৭৯ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ২২ জন। সেরে উঠেছে ১ হাজার ৫৩১ জন।