আন্তর্জাতিক

রাশিয়ার করোনার টিকা উৎপাদন করবে ব্রাজিল

বিশ্বের প্রথম দেশ হিসেবে বাজারে করোনাভাইরাসের টিকা ছাড়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। যদিও এটা নিয়ে বিশ্বের অন্যান্য দেশ ও বিজ্ঞানীরা সন্দেহ প্রকাশ করেছে। তবে আস্থা রেখেছে ব্রাজিল। ব্রাজিলের পারানা রাজ্য ঘোষণা দিয়েছে রাশিয়ার টিকা উৎপাদন করার। খবর আল জাজিরার।

বুধবার (১২ আগস্ট) রাশিয়ার সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষর করেছে পারানা রাজ্য। রাজ্যের প্রেস অফিস থেকে এমনটাই জানানো হয়েছে। 

এদিকে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো বিভিন্ন দেশ ও তাদের বিজ্ঞানীদের করা সমালোচনার বিষয়ে বলেছেন— যারা আমাদের সমালোচনা করছে ও আমাদের টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছে তাদের সমালোচনা ও সন্দেহ ভিত্তিহীন। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু বিদেশি সহকর্মী আমাদের তৈরি টিকাকে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করছে। এটাও ভিত্তিহীন। দুই সপ্তাহের মধ্যে আমরা এই টিকার প্রয়োগ শুরু করবো।

মঙ্গলবার (১১ আগস্ট) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের প্রথম করোনার টিকা হিসেবে স্পুতনিককে বাজারে ছাড়ার ঘোষণা দেন। পশ্চিমারা বিষয়টিকে শীতল যুদ্ধের সঙ্গে তুলনা করতে শুরু করেছে।