আন্তর্জাতিক

মুরগির ডানাতেও করোনাভাইরাস

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে মুরগির ডানার উপরিভাগ পরীক্ষা করে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এই মুরগিগুলি ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল বলে বৃহস্পতিবার শেনঝেন কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিয়মিতভাবে আমদানি করা খাদ্যপণ্যের যে পরীক্ষা করে, তাতে এই করোনার অস্তিত্বের বিষয়টি ধরা পড়ে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমিত পণ্যটির  সংস্পর্শে যারা এসেছিলেন, কিংবা যেখানে এগুলো মজুদ করা হয়েছিল তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এর একদিন আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, পূর্বাঞ্চলীয় শহর উহুতে ইকুয়েডর থেকে আমদানি করা হিমায়িত চিংড়ির প্যাকেটের ওপর করোনাভাইরাস পাওয়া গেছে।

এই দুটি ঘটনার পর আমদানি করা হিমায়িত খাদ্যপণ্য কতটুকু নিরাপদ সে বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আমদানি করা মাংস ও সামুদ্রিক খাবার থেকে সংক্রমণের ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, গত বছর উহানের একটি খাদ্যপণ্যের বাজার থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। পরে এই ভাইরাস ছড়িয়ে পড়ে প্রায় সারা বিশ্বে।