আন্তর্জাতিক

‘চীনা বাহিনীকে ভারত ভালোভাবেই মোকাবিলা করতে সক্ষম’ 

ভারতীয় সেনাবাহিনী ভালোভাবেই চীনা বাহিনীকে মোকাবিলা করতে সক্ষম। বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের সঙ্গে নতুন করে উত্তেজনার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদার ফোরামে জেনারেল রাওয়াত বলেন, ‘ভারতকে প্রায়ই চীনা আগ্রাসনের মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু আমরা (ভারতীয় সেনা) এই পরিস্থিতি সর্বোত্তম পথেই মোকাবিলা করতে সক্ষম।’

উত্তর ও পশ্চিম সীমান্তে চীন ও পাকিস্তানের হুমকি ভারতকে মোকাবিলা করতে হচ্ছে উল্লেখ করে তিনি জানান, দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম ভারতীয় সেনারা। এই ক্ষেত্রে প্রাইমারি ও সেকেন্ডারি ফ্রন্ট নির্ধারণ করা হবে। 

চীনের বিরুদ্ধে প্রস্তুতি সম্পর্কে চিফ অব ডিফেন্স স্টাফ বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চীনের অর্থনৈতিক সহায়তা এবং পাকিস্তানকে অব্যাহত সামরিক ও কূটনৈতিক সহায়তা আমাদের সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতিকে সমর্থন দিচ্ছে।’

বেইজিংয়ের সঙ্গে নয়াদিল্লির বিবাদকে কাজে লাগাতে চাইলে এবং কোনো সমস্যা সৃষ্টি করলে পাকিস্তান বড় ক্ষতির মুখে পড়বে বলেও সতর্ক করেন তিনি।