আন্তর্জাতিক

যুক্তরাজ্যে দ্বিতীয় দফা লকডাউনের সম্ভাবনা

করোনার সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। রোববার বিবিসিকে তিনি এই সম্ভাবনার কথা জানিয়েছেন।

শনিবার যুক্তরাজ্যে নতুন করে আরও চার হাজার ৪২২ জনের করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৭ জন। করোনার এই দ্বিতীয় দফা প্রাদুর্ভাবের কারণে দ্বিতীয় দফা লকডাউনের বিষয়টি সামনে চলে এসেছে।

ম্যাট হ্যানকক বলেছেন, ‘সবাই যদি নিয়ম মেনে চলে তাহলে আমরা আরও জাতীয় লকডাউন এড়াতে পারব। তবে প্রয়োজন পড়লে আমাদের তার জন্য প্রস্তুতও থাকতে হবে।’

লকডাউনের সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, ‘আমি সম্ভাবনা বাতিল করছি না, আমি এটি দেখতে চাই না।’

করোনার সংক্রমণ প্রতিরোধে জারি করা বিধি-নিষেধ লঙ্ঘন করলে বড় অংকের জরিমানা করা হবে বলেও জানিয়েছেন হ্যানকক। 

তিনি জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর কেই আইসোলেশনে না থাকলে ১০ হাজার পাউন্ড জরিমানা করবে সরকার।