আন্তর্জাতিক

রাজধানীতে লকডাউনের মেয়াদ বাড়ালো স্পেন 

করোনার সংক্রমণ বাড়ায় মাদ্রিদের ১০ লাখ মানুষকে লকডাউনে রাখার মেয়াদ বাড়ালো স্পেন সরকার। শুক্রবার এই মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

মাদ্রিদের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের লকডাউনে নতুন কিছু নিয়ম জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে মাদ্রিদের আরও এক লাখ বাসিন্দা তাদের জেলা ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না। এর বাইরে আরও আট লাখ ৫০ হাজার মানুষ একই ধরনের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন সোমবার থেকে।

স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা সাত লাখ পেরিয়েছে। আক্রান্তদের মধ্যে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের দুই ততৃীয়াংশই রাজধানী মাদ্রিদের বাসিন্দা।

এদিকে স্পেনের স্বাস্থ্যমন্ত্রী স্যালভেদর ইল্লা জানিয়েছেন, আংশিক নয় বরং পুরো রাজধানী সম্পূর্ণ অংশ লকডাউনের বিষয়টি তারা ভাবছেন।