আন্তর্জাতিক

রোহিঙ্গাদের নিয়ে ভারতে গুজব ছড়ানোর চেষ্টা

রোহিঙ্গাদের নিয়ে নতুন করে গুজব ছড়ানো হচ্ছে ভারতে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা একটি ছবিতে দাবি করা হয়, জম্মুর রোহিঙ্গা কলোনিতে আশ্রিত রোহিঙ্গারা ১০ থেকে ১২টি সন্তানের জন্ম দিচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, টুইটারে পোস্ট করা ছবিটিতে দেখা যায়, বেত হাতে থাকা এক ব্যক্তিকে ঘিরে রেখেছে অনেক শিশু। টুইটকারী লিখেছেন, ‘জম্মুতে তিনটি রোহিঙ্গা কলোনিতে দুদিনের সফর করেছি। আপনি বিশ্বাস করবেন না রোহিঙ্গা দম্পতি ও শিশুদের অনুপাত অন্তত ১: ১০। এক দম্পতির ১০ থেকে ১২টি সন্তান।’

এক পাঠক টাইমস অব ইন্ডিয়ার হোয়াটস অ্যাপে ছবিটি পোস্ট করে জানতে চান, এটি সত্য কিনা। পরে টাইমস অব ইন্ডিয়া জানায় এটি ভুয়া ছবি। বাস্তবে এই ছবিটি ২০১৫ সালে মিয়ানমার থেকে তোলা।