আন্তর্জাতিক

পদত্যাগ করেছেন লেবাননের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী 

দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যে পদত্যাগ করেছেন লেবাননের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মুস্তাফা আদিব। শনিবার এক টেলিভিশন ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বার্লিনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আদিবকে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তিনি মুসলিম , খ্রিস্টান ও রাজনৈতিক অনুগতদের নিয়ে সরকার গঠনের চেষ্টা করছিলেন। মন্ত্রিসভার সদস্য নিয়োগে বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব কে পালন করবে তা নিয়ে জটিলতা তৈরি হয়। এই মুহূর্তে অর্থমন্ত্রণালয়ে অভিজ্ঞ কাউকে নিয়োগ দেওয়া লেবাননের জন্য গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে থাকা দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে তাকে কাজ করতে হবে। লেবাননের মাথায় এখন বিপুল পরিমাণ ঋণের বোঝা। দেশটির ব্যাংকগুলো অচল হয়ে পড়েছে এবং মুদ্রার ব্যাপক দরপতন ঘটেছে।

প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাতের পর আদিব বলেছেন,  ‘সরকার গঠনের কর্মকাণ্ড থেকে’ তিনি সরে দাঁড়াচ্ছেন।