আন্তর্জাতিক

দাদিকেও ছাড়লো না বেলারুশের পুলিশ

রাজধানী মিনস্কে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে শতাধিক নারী। শনিবার নিরাপত্তা বাহিনী বেশ কয়েক জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৭৩ বছরের এক নারীও রয়েছেন।

লুকাশেঙ্কোর বিরুদ্ধে আন্দোলন শুরুর পর নিনা বাহিনস্কায়া নামের ওই নারী ছিলেন সবচেয়ে বেশি বয়সের বিক্ষোভকারী। তিনি রীতিমতো আন্দোলনকারীদের আইকনে পরিণত হয়েছেন।

স্কাই নিউজ জানিয়েছে, পুলিশ মিনস্কের বিক্ষোভকারীদের অবস্থানস্থল অবরুদ্ধ করে রাখে। সেখান থেকে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লিথুনিয়ায় স্বেচ্ছানির্বাসনে থাকা লুকাশেঙ্কোর প্রধান প্রতিদ্বন্দ্বী সেভিয়াতলানা তিসিখানোস্কায়া এক বিবৃতিতে নারী বিক্ষোভকারীদের প্রশংসা করেছেন।

তিনি বলেছেন, ‘মুখ লুকানো পুরুষদের কী হলো? নারীদের বিরুদ্ধে শক্তিপ্রয়োগ? এ ধরনের পুরুষদের সঙ্গে শান্তিতে বাস করা সম্ভব?’

প্রসঙ্গত, গত ৯ আগস্ট বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করেন লুকাশেঙ্কো। তবে বিরোধীদের দাবি, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। প্রায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো এই দাবি প্রত্যাখ্যান করে বিরোধীদের দমন অভিযান শুরু করেছেন।