আন্তর্জাতিক

যোগাসন শেখাতে গিয়ে হাতির পিঠ থেকে পড়ে গেলেন রামদেব

হাতির পিঠে বসে ভক্তদের যোগাসন শেখাতে গিয়ে উল্টে পড়ে গেছেন ভারতের যোগগুরু বাবা রামদেব। সোমবার মথুরার রামনারেতি আশ্রমে এই ঘটনা ঘটেছে। 

আশ্রমে সোমবার একটি হাতির পিঠে বসে ভক্তদের যোগাসন শেখাচ্ছিলেন রামদেব। ওই সময় হাতিটি স্থির হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আচমকাই হাতিটি চলতে শুরু করলে ঘটে বিপত্তি। হাতির পিঠ থেকে পড়ে অপ্রস্তুত হয়ে যান রামদেব। তবে দ্রুত উঠে পড়ে হাসিমুখে শরীর থেকে ধুলো ঝেড়ে নেন তিনি।

রামদেবের পড়ে যাওয়ার এই ভিডিওটি ইতোমধ্যে দেখেছেন ১৮ হাজারেরও বেশি নেটিজেন। তারা নানা মন্তব্য করেছেন। 

কেউ মজা করে লিখেছেন, ‘হাতিটি ঠিকভাবে যোগাসন শেখেনি। তাই এই অবস্থা হল।’ কেউ আবার লিখেছেন, ‘উনি মোটেই পড়ে যাননি, লাফ দিয়েছেন।’ 

এর আগে গত আগস্টে রামদেবের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে তাকে বৃষ্টির মধ্যে সাইকেল চালাতে দেখা গিয়েছিল। সাইকেল চালাতে চালাতেই তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন।