আন্তর্জাতিক

থাইল্যান্ডে জরুরি অবস্থা ভেঙে রাস্তায় বিক্ষোভকারীরা

থাইল্যান্ডে জরুরি অবস্থা ভেঙে বৃহস্পতিবার রাজধানী ব্যাংককের রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। এসময় তারা আটক নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিয়েছে এবং ছাত্র আন্দোলনের প্রতীক হয়ে ওঠা ‘তিন আঙ্গুল স্যালুট’ প্রদর্শন করেছে।

রাজার ক্ষমতা খর্ব এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে থাইল্যান্ডে গত কয়েক দিন ধরে থাইল্যান্ডে বিক্ষোভ চলছে। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার ভোর রাত থেকে জরুরি অবস্থা জারি করে থাই সরকার। জরুরি অবস্থা কার্যকর হওয়ার পরপরই দাঙ্গা পুলিশ প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওঁচার কার্যালয়ের বাইরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। সেখান থেকে অন্তত ২০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে কয়েক জন নেতাও রয়েছেন। 

বিবিসি জানিয়েছে, সরকারের নিষেধাজ্ঞা ভঙ্গ করে ব্যাংককের রাচাপ্রাসং জেলায় শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়। তবে সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।