আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ১১ লাখ ছাড়িয়ে

ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহানে নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। সেখান থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। ১০ মাসের মাথায় প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু ১১ লাখ ছাড়িয়ে গেছে।

করোনার সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার্সের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪০ মিনিট পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে করোনায় মোট ১১ লাখ ৯ হাজার ৮৩৪ জনের মৃত্যু হয়েছে।এই সময় পর্যন্ত বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা তিন কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৩৭৬ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর তালিকায় বিশ্বে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত রোগী ৮২ লাখ ৮৮ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা দুই লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে  ব্রাজিল। দেশটিতে এক লাখ ৫৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা মৃতের সংখ্যা এক লাখ ১৩ হাজার ছাড়িয়েছে।